প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নে: নাছিমা আক্তার ও জাতীয় পরিষদের পথচলা
বাংলাদেশে প্রতিবন্ধী নারীরা দীর্ঘদিন ধরে সমাজের মূলধারায় উপেক্ষিত ও বঞ্চনার শিকার হয়ে আসছেন।
এই প্রেক্ষাপটে গঠিত হয়েছে **প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ(NCDW)**—একটি জাতীয় পর্যায়ের নেটওয়ার্ক সংস্থা, যা একমাত্র প্রতিবন্ধী নারীদের নিয়েই কাজ করে।
বর্তমানে দেশের ২৩টি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে সংগঠনটি। তাদের মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরতা অর্জনে সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশে সহায়তা প্রদান।
এই সংগঠনের সভাপতি নাছিমা আক্তার—একজন সাহসী, সংগ্রামী ও দূরদর্শী নেত্রী।
মাত্র দুই বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হলেও, তিনি কখনো হার মানেননি।
পরিবার ও সমাজের অবহেলা, অবজ্ঞা, ও বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি নিজেকে শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। প্রতিবন্ধিতা যে কখনো এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না—তিনি তার জীবন ও কর্মের মাধ্যমে সেটাই বারবার প্রমাণ করেছেন।
নাছিমা আক্তারের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক জাতীয় সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—**বেগম রোকেয়া পদক, জয়িতা অ্যাওয়ার্ড, ইয়ং বাংলাদেশ অ্যাওয়ার্ড এবং গর্বিত সন্তানের সম্মাননা**।
এসব অর্জন শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং সকল প্রতিবন্ধী নারীর আত্মবিশ্বাসের প্রতীক।
তিনি শুধু জাতীয় পরিসরে সীমাবদ্ধ থাকেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সফরে অংশ নিয়েছেন। বিশেষ করে রাষ্ট্রীয় সফরে অংশ নিয়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সামনে তুলে ধরেছেন প্রতিবন্ধী মানুষের, বিশেষ করে নারীদের অধিকার ও চাহিদার বিষয়গুলো।
বাংলাদেশের মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তিনি মনোনয়নও লাভ করেছিলেন এবং তিনি মহীয়সী বেগম রোকেয়া জন্মভূমি ৩নং পায়রাবন্দ ইউপি নির্বাচনে অংশগ্রহন করে তিনি সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য হিসেবে জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োজিত আছেন। যা তাঁর প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিফলন।
নাছিমা আক্তার ও তাঁর নেতৃত্বাধীন সংগঠন (NCDW) প্রতিবন্ধী নারীদের আত্মপ্রত্যয়ী নেতৃত্ব প্রদান নারীর ক্ষমতায়ন ও প্রতিবন্ধী নারীদের সমতা সক্ষম করে তুলতে একটি বিশাল ভূমিকা পালন করছে।
তাঁদের এ উদ্যোগ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-পরিক্রমায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave A Comment